Landscape view not supported, please use protrait view!
‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের অগ্রগতি দেখতে মুম্বাইতে তথ্যমন্ত্রী

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের অগ্রগতি দেখতে মুম্বাইতে তথ্যমন্ত্রী

বলিউডের নন্দিত নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শ্যুটিং চলছে ভারতের মুম্বাইতে।

বাংলাদেশ-ভারতের যৌথ পরিচালনায় নির্মাণাধীন এই ছবির কাজের অগ্রগতি দেখতে সেখানে ৮ ফেব্রুয়ারি গিয়েছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বঙ্গবন্ধু বায়োপিকের বিভিন্ন চরিত্রে যে অভিনেতা-অভিনেত্রীরা আছেন, তাদের প্রায় সবার সঙ্গেই কথা বলে নানা বিষয়ে খোঁজ-খবর নেন মন্ত্রী। শুধু তাই ই নয় পুরো টিমের সঙ্গে মধ্যাহ্নভোজও করেছেন তিনি।

ফিল্ম সিটিতে তার এই সফরে সঙ্গী ছিলেন মহারাষ্ট্র রাজ্যের সংস্কৃতিমন্ত্রী অমিত দেশমুখ। তিনিও টিম ‘বঙ্গবন্ধু’র সঙ্গে এদিনের মধ্যাহ্নভোজে যোগ দিয়েছিলেন।

‘বঙ্গবন্ধু’ বায়োপিকের কাজ দ্রুত এগিয়ে চলছে, অনেকটাই সম্পন্ন হয়েছে বলেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ভারত সফররত তথ্যমন্ত্রী সোমবার মুম্বাই ফিল্ম সিটিতে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক এই চলচ্চিত্র চিত্রায়নের অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা জানান।

সোমবার দুপুরে ড. হাছান মাহমুদ মুম্বাই ফিল্ম সিটিতে পৌঁছুলে মহারাষ্ট্রের স্বাস্থ্যশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী অমিত দেশমুখ তাকে স্বাগত জানান এবং ফিল্ম সিটির ব্যবস্থাপনা পরিচালক মনীষা ভার্মা, পরিচালক শ্যাম বেনেগাল ও আরেফিন শুভ, তিশা, নুসরাত ফারিয়া, দিলারা জামান প্রমুখসহ বায়োপিকের অভিনয় শিল্পীদের নিয়ে শ্যুটিং সেট পরিদর্শন করেন তারা।

শ্যুটিং সেটে ১৯৭১ সালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাসহ বঙ্গবন্ধু পরিবারকে ঢাকায় ধানমন্ডির যে বাড়িতে অন্তরীণ রাখা হয়েছিল, যেখানে সজীব ওয়াজেদ জয়ের জন্ম, তখনকার সেই পাকিস্থানি বাঙ্কার ও পতাকাসমেত বাড়িটি এবং আশেপাশের বাড়িগুলোর অবিকল প্রতিরূপ তৈরি করে চলচ্চিত্র চিত্রায়ণের প্রশংসা করেন ড. হাছান মাহমুদ।

মহারাষ্ট্রের স্বাস্থ্যশিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী অমিত দেশমুখের সাথে বৈঠক ও ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের সেট পরিদর্শন শেষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, এপ্রিল মাসের মধ্যে বঙ্গবন্ধু বায়োপিকের মুম্বাই অংশের শ্যুটিং শেষ হবে এবং সেপ্টেম্বরে বাংলাদেশে শ্যুটিং শুরু হবে।

এদিন বিকেলে মুম্বাইতে ‘ন্যাশনাল মিউজিয়াম অভ ইন্ডিয়ান সিনেমা’ পরিদর্শন ও সন্ধ্যায় মুম্বাইতে বাংলাদেশ উপ-দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় নাগরিক এবং মুম্বাইয়ের চলচ্চিত্র অঙ্গণের গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

৫ ফেব্রুয়ারি থেকে ৫ দিনের এ সফরে তথ্যমন্ত্রী কলকাতায় ৩য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উদ্বোধন করেন।

১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইন্দিরা গান্ধীর উপস্থিতিতে ১০ লাখেরও বেশি বাঙালির উদ্দেশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ৪৯ বছরপূর্তি উপলক্ষে সেই ময়দানেই বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী। সফর শেষে ১১ ফেব্রুয়ারি তিনি দেশে ফেরেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে এই ছবি প্রযোজনা করছে। বাংলাদেশের দিক থেকে তথ্য মন্ত্রণালয়ের অধীন বিএফডিসি যেমন রয়েছে, তেমনি ভারতের পক্ষে সরকারের চলচ্চিত্র শাখা এনএফডিসিও সহ-প্রযোজক হিসেবে কাজ করছে।