Landscape view not supported, please use protrait view!
স্থায়ীভাবে মামুনের সদস্যপদ বাতিল করলো পরিচালক সমিতি

স্থায়ীভাবে মামুনের সদস্যপদ বাতিল করলো পরিচালক সমিতি

আজীবনের জন্য অনন্য মামুনের সদস্যপদ বাতিল করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। ফলে চলচ্চিত্র পরিচালকদের সংগঠনটির সঙ্গে এই নির্মাতার আর কোনো সম্পর্ক থাকছে না।

১৬ জানুয়ারি ২০২১ শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) পরিচালক সমিতির দ্বিবার্ষিক কার্যনির্বাহী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মামুনের বিরুদ্ধে সমিতির সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগের ভিত্তিতে সকল সদস্যদের সম্মতিক্রমে তার সদস্যপদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

সম্প্রতি ‘নবাব এলএলবি’ সিনেমায় পুলিশকে নিয়ে অশালীন সংলাপ দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনে করা মামলায় গ্রেফতার হয়েছিলেন সিনেমাটির পরিচালক অনন্য মামুনসহ দু’জন।

২০১৫ সালের ২৬ ডিসেম্বর পরিচালক সমিতির এক জরুরি বৈঠকের মাধ্যমে প্রথম সদস্যপদ বাতিল করা হয় অনন্য মামুনের। তখন তার বিরুদ্ধে অভিযোগ ছিল যৌথ-প্রযোজনার নামে প্রতারণা এবং জাল সার্টিফিকেট দিয়ে পরিচালক সমিতির সদস্যপদ নেওয়া। এরপর অঙ্গীকারনামা দিয়ে সেই সদস্যপদ ফিরে পান মামুন।

এরপর ২০১৭ সালে মালয়েশিয়ায় আদম পাচারের অভিযোগে পরিচালক অনন্য মামুনের সদস্যপদ আজীবন নিষিদ্ধ করেছিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এবার তৃতীয়বারের মতো তাকে নিষিদ্ধ করা হয়েছে।

(সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, জানুয়ারি ১৭, ২০২১)