Landscape view not supported, please use protrait view!
অর্ধশতাধিক হলে মুক্তি পেল পাগলের মতো ভালোবাসি

অর্ধশতাধিক হলে মুক্তি পেল পাগলের মতো ভালোবাসি

করোনার কারণে নতুন সিনেমা মুক্তির সংখ্যা একেবারে কমে গেছে। প্রেক্ষাগৃহগুলো চলছে পুরাতন সিনেমা। আজ ১৯ ফেব্রুয়ারি মুক্তি পেল শাহীন সুমন পরিচালিত আসিফ নূর ও অধরা খান অভিনীত নতুন সিনেমা ‘পাগলের মতো ভালোবাসি’।

২০১৬ সালে শুটিং শুরু হয়েছিল ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার শুটিং। শেষ হতে লেগে যায় চার বছর। গেল বছর মার্চে সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়। তখন করোনা সংক্রমণে সিনেমা হল বন্ধ হওয়ায় মুক্তি সম্ভব হয়নি। ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমার মাধ্যমে প্রথম অভিনয়ে এসেছিলেন অধরা খান। ইতিমধ্যে নায়ক ও মাতাল দুই সিনেমা মুক্তি পেয়েছে। এবার তার ক্যারিয়ারে প্রথম সিনেমাটি মুক্তি পেল।

অধরা বলেন, আমি চেয়েছিলাম আগেই সিনেমা আসুক। কারণ প্রথম সিনেমার সঙ্গে সবার ইমোশন মিশে থাকে। কিন্তু নানা জটিলতা ও করোনা ইস্যুর কারণে সম্ভব হয়নি। আনন্দের বিষয়, ফাইনালি দর্শক সিনেমাটি পেতে যাচ্ছে। সবাইকে আহ্বান জানাই, স্বাস্থ্যবিধি মেনে সিনেমাটি যেন প্রেক্ষাগৃহে গিয়ে দেখেন।

জানা গেছে, দেশের প্রায় অর্ধশতাধিক সিনেমা হলে ছবিটি পেয়েছে।