Landscape view not supported, please use protrait view!
মূল্যবোধের মেলবন্ধন

মূল্যবোধের মেলবন্ধন

‘মানুষ মানুষের জন্যে
জীবন জীবনের জন্যে
একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না; ও বন্ধু’
ভূপেন হাজারিকার সেই কালজয়ী গান আজও মানুষের হৃদয়ে নাড়া দেয়। আজও মানুষকে ভাবায়। মানুষের চেতনাকে শাণিত করে; জাগিয়ে তোলে। মানুষ বিপদাপন্ন হলে এই গান যেন আরো বেশি করে আমাদের মাঝে ফিরে ফিরে আসে।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সম্মানিত সদস্য বা তাঁর পরিবারের দুঃসময়ে সবসময় পাশে থাকার চেষ্টা করে। সন্তানের শিক্ষা, বিয়ে, চিকিৎসা সহায়তাসহ বিভিন্নভাবে এই সমিতি সহায়তা করার সাধ্যমত চেষ্টা করে এবং সহায়তা গ্রহণকারীর মর্যাদার রক্ষায় সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখে।

সম্মানিত সদস্য,
আপনার দুঃসময়ে আমাদের স্মরণ করুন।
ইমেইল: